শেয়ারহোল্ডারদের ৪৩ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভূক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ৩৬ শতাংশ নগদ এবং ৭ শতাংশ বোনাস শেয়ার রয়েছে।
Advertisement
অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ১০০টি শেয়ারের বিপরীতে নগদ ৩৬০ টাকা নগদ এবং ৭টি সাধারণ শেয়ার পাবেন।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় চলতি বছরের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে তথ্য প্রকাশ করা হয়।
লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর।
Advertisement
সমাপ্ত হিসাব বছরটিতে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ১৫ টাকা ৭২ পয়সা। আর চলতি বছরের ৩০ জুন শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭৮ টাকা ৪১ পয়সা।
লভ্যাংশ ঘোষণার কারণে আজ কোম্পানিটির শেয়ার দামের কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যত খুশি বাড়তে অথবা কমতে পারবে।
এমএএস/এনডিএস/জেআইএম
Advertisement