আত্মপ্রকাশের পর প্রথমবারের মতো আজ সোমবার চট্টগ্রামে বৈঠকে বসতে যাচ্ছে নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। সাত দফা দাবি আদায়ে আগামী দিনে চট্টগ্রামের কর্মসূচি ও কর্মপদ্ধতি নিয়ে এ বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
Advertisement
বিকেলে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে এ বৈঠক হবে। বৈঠকে নতুন এ জোটের চট্টগ্রাম অঞ্চলের নেতারা অংশ নেবেন।
বিষয়টি নিশ্চিত করে নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান জাগো নিউজকে বলেন, বৈঠকের মূল এজেন্ডা থাকবে সাত দফা দাবি আদায়ে আগামী দিনে চট্টগ্রামে ঐক্যফ্রন্টের কর্মসূচি চূড়ান্ত করা। আগামী ২৭ অক্টোবর জোটের পক্ষ থেকে লালদিঘীতে সমাবেশ করার কথা আগেই জানানো হয়েছে। সে বিষয়েও আলোচনা হবে।
গত ১৩ অক্টেবর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক পথচলা শুরু করে জাতীয় ঐক্যফ্রন্ট। সাত দফা দাবি এবং ১১টি লক্ষ্য সামনে রেখে আত্মপ্রকাশের ৪ দিনের মাথায় প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে সিলেটে প্রথম কর্মসূচি পালনের কথা জানায় নতুন এ জোট। ৩৬০ আউলিয়ার পুণ্যভূমি সিলেটে আগামী ২৪ অক্টোবর সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে জাতীয় ঐক্যফ্রন্ট। এরপর আগামী ২৭ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করার কথা রয়েছে এ জোটের।
Advertisement
এনডিএস/জেআইএম