জাতীয়

শাহজালালে দরজার লকের ভেতর স্বর্ণ : যাত্রী আটক

হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রী বহনকৃত দরজার লকের ভেতর থেকে এক কেজি ৯৮ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। এ ঘটনায় ওই যাত্রীকে আটক করা হয়েছে।শনিবার রাত সোয়া ১২টায় এ ঘটনা ঘটে। আটককৃত যাত্রী নাম নাজমুল হোসেন (৪০)। বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষের সহকারী কমিশনার (এসি) প্রিয়াংকা দাস জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, নাজমুল রাত ১০টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (এসকিউ-৪৪৬) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তার গতিবিধি সন্দেহ হলে শুল্ক কর্তৃপক্ষ তার মালামাল তল্লাশি চালায়।এ সময় তার কাছে থাকা ১০টি দরজার লকের ভেতর সুকৌশলে ঢুকানো বারগুলো পাওয়া যায়। এক কেজি ৯৮ গ্রাম ওজনের বারটি ভেঙে ১০টি লকের ভেতরে ঢুকানো হয়েছিল।জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় ৪৪ লাখ টাকা। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান প্রিয়াংকা।এআর/বিএ

Advertisement