কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিঞার অপসারণ দাবিতে শনিবার রাত ৯টার সময় ভেড়ামারা প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা ভেড়ামারা-কুষ্টিয়া-দৌলতপুর মহাসড়কে অবস্থান ধর্মঘট করে। এরপর একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ভেড়ামারা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।বিক্ষোভ সমাবেশ শেষে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আক্তারুজ্জামান মিঠু, কোষাধ্যক্ষ শরিফুজ্জামান নবাব, আবু দাউদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আকরাম হোসেন শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোলাইমান মাস্টার প্রমুখ।এসময় আওয়ামী লীগ নেতৃবৃন্দ অভিযোগ করেন, ভেড়ামারা ১৬ দাগ যাত্রী ছাউনির নিকট প্রাইভেটকার ও স্টারিং ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলেও ভেড়ামারা থানার ওসি ছগির মিঞা প্রাইভেটকার ও স্টারিং ট্রলি আটক করে। আটকের পর প্রাইভেটকার ও ট্রলির মালিকের নিকট থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন।দাবিকৃত টাকা না দেয়ায় ওসি ছগির মিঞা প্রাইভেটকার ও ট্রলি মালিককে বিভিন্নভাবে হয়রানি করেন। এ ব্যাপারে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ ঘটনার প্রতিবাদ করলে তাদের উপর ওসি উত্তেজিত হন। আওয়ামী লীগ নেতৃবৃন্দের উপর উত্তেজিত হওয়ায় ওসি ছগির মিঞা অপসারণের দাবিতে উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা ফুসে ওঠেন।মুহূর্তের মধ্যে শত শত নেতা-কর্মী ভেড়ামারা প্রেসক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করে ভেড়ামারা-কুষ্টিয়া-দৌলতপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। এরপর একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ ঘটনাকে কেন্দ্র করে ভেড়ামারা শহরের চরম উত্তেজনা বিরাজ করছে।অভিযোগ অস্বীকার করে ওসি ছগির মিঞা জানান, আওয়ামী লীগ নেতাদের অবৈধ তদবির না শোনার কারণে তারা মিথ্যা অভিযোগ এনেছেন।আল-মামুন সাগর/বিএ
Advertisement