নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন পাকিস্তানে তালেবান হামলা থেকে বেঁচে যাওয়া মালালা ইউসুফজাই এবং ভারতের শিশু অধিকার কর্মী কৈলাশ সত্যার্থী। শিশু অধিকারের বিষয়ে কাজের অবদানের স্বীকৃতি হিসেবে তাদেরকে যৌথভাবে এ পুরস্কারে ভূষিত করা হয়।
Advertisement
শুক্রবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়ের অসলোয় শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
এ বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৭৮ জনকে মনোনীত করা হয়েছিল। তাদের মধ্য থেকে শেষ পর্যন্ত এই দুজনকে বেছে নেয়া হয়।
২০১৩ সালে শান্তিতে নোবেল পায় ‘অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন্স (ওপিসিডব্লিউ)’। সিরিয়ার রাসায়নিক অস্ত্র ধ্বংসে তদারকির জন্য আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র পর্যবেক্ষক এ প্রতিষ্ঠানটিকে নোবেল দেওয়া হয়।
Advertisement
১৮৯৫ সালে আলফ্রেড নোবেলের উইলমতে, এ পুরস্কার প্রবর্তন করা হয়। ১৯০১ সালে প্রথম নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়।