বিএনপি চেয়ারাপরসন বেগম খালেদা জিয়ার ৭০তম জন্মদিন উদযাপন উপলক্ষে দীর্ঘদিন পর প্রকাশ্যে এসেছেন বিএনপির শীর্ষ নেতারা। ফলে উজ্জীবিত হতে দেখা গেছে দলটির নেতাকর্মীদের।শনিবার রাতে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে নিজের ৭০তম জন্মদিনের কেক কাটেন খালেদা জিয়া। এসময় আত্মগোপনে থাকা অনেক নেতাকেই গুলশান কার্যালয়ে আসতে দেখা গেছে।তবে খালেদা জিয়ার কেকে কাটার পরপরই তড়িঘড়ি করে গুলশান কার্যালয় ত্যাগ করেছেন এসব নেতাকর্মী। দীর্ঘদিন পর একত্রে বিএনপি এত নেতাকর্মীদের উপস্থিতি গত ৫ জানুয়ারির পর লক্ষ্য করা যায়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।সরেজমিনে দেখা গেছে, আনুষ্ঠানিকভাবে কেক কেটে জন্মদিন পালনের অনুষ্ঠানটিতে অংশ নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, এজেডএম জাহিদ হোসেন, আবদুল কাইয়ূম, শামছুজ্জামান দুদু, ব্যারিস্টার শাহজাহান ওমর, মেজর জেনারেল (অব.) রহুল আলম চৌধুরী, সাবিহ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, গণশিক্ষাবিষয়ক সম্পাদক সানা উল্লাহ মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।এছাড়া যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দল সভাপতি নূরে আরা সাফা, সহ-সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আবদুল মালেক, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেইন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নাসিম, ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশিদ , তাতী দলের সভাপতি আবুল কালাম আজাদ, জাসাস সাধারণ সম্পাদক মনির খান, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শ্যামা ওবায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি এক নেতা বলেন, খালেদা জিয়ার চেহারা দেখাতেই অনেকে গুলশান কার্যালয়ে এসেছেন। আবার কেউ কেউ বলছেন নিদের পদ বাঁচাতে অনেকে দীর্ঘদিন পর প্রকাশ্যে বেরিয়েছেন।এসব নেতারা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে সক্রিয় থাকলে আন্দোলনে বিএনপি সফলতার মুখ দেখতো বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।এমএম/বিএ
Advertisement