রাজনীতি

সৈয়দ আশরাফের আহ্বানে আংশিক সাড়া খালেদার!

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের আহ্বানের আংশিক সাড়া দিলেন বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়া! ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের রাতে কেক কাটা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন সৈয়দ আশরাফ।আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের আহ্বানে সাড়া দিয়ে ১৫ আগস্ট রাতের প্রথম প্রহরে কেক কাটেননি খালেদা জিয়া! শোক দিবস উপলক্ষে অাওয়ামী লীগকে সারাদিনটা দিয়ে রাতে কেক কাটবেন বেগম জিয়া।এছাড়া বঙ্গবীর কাদের সিদ্দীকিও খালেদা জিয়াকে শোকের দিনে জন্মদিন পালন না করার আহ্বান জানিয়ে পত্রিকায় নিবন্ধ লিখেছিলেন। প্রতিবছর বর্ণাঢ্য আয়োজনে গুলশান কার্যালয়ে বিএনপিপন্থী বুদ্ধিজীবী, পেশাজীবী ও দলটির শীর্ষ নেতাদের নিয়ে কেক কাটলেও এবছর বিরত থেকেছেন খালেদা।১৯৯৬ সাল থেকে এ পর্যন্ত প্রতি বছর রাতের প্রথম প্রহরে কেক কাটলেও এবারই সেই রীতি ভঙ্গ করেছেন তিনি।চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার গুলশান কার্যালয়ে আসা থেকে বিরত থাকেন বেগম জিয়া। তাই এ বছর সেরকম কোনো আয়োজন করা হয়নি।এ বিষয়ে বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম বলেন, খালেদা জিয়া মূলত শুক্রবার গুলশান রাজনৈতিক কার্যালয়ে আসেন না। একারণে জন্মদিনের প্রথম প্রহরে কেক কাটেননি তিনি।বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তবে শোক দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শোক জানিয়েছেন তিনি।এমএম/একে/আরআইপি

Advertisement