বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত দোয়া-মোনাজাত অনুষ্ঠানে হামলা চালিয়েছে ছাত্রলীগ। শনিবার বাদ আসর কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় এ হামলা চালানো হয়। হামলায় বিএম কলেজ ছাত্রদল নেতা ওহেদুল ইসলাম রুবেল, ছাত্রদল কর্মী আশিক, শুভ, সাইদুল, ওবায়েদুল ও মিজান আহত হয়েছেন। ছাত্রদল নেতা ওহেদুল ইসলাম রুবেল জানান, বেগম জিয়ার জন্মদিন উপলক্ষ্যে বিএম কলেজ কেন্দ্রীয় মসজিদে বাদ আসর দোয়া-মোনাজাতের আয়োজন করে কলেজ ছাত্রদল। অনুষ্ঠান শেষে বেড়িয়ে কলেজের জিরো পয়েন্টে পৌঁছামাত্র ১০/১২টি মোটরসাইকেল যোগে ছাত্রলীগের মান্না, রাসেল ও মাসুমসহ একদল ক্যাডার তাদের ধাওয়া করে। এসময় অনেকে দৌঁড়ে পালিয়ে যেতে পাড়লেও তাদের হামলার শিকার হয়ে ৬ জন আহত হয়। বিএম কলেজ ছাত্রলীগ নেতা মো. রইজ আহমেদ মান্না এই অভিযোগের সত্যতা অকপটে স্বীকার করে বলেন, ছাত্রদল মসজিদে মিলাদের আয়োজন করে। মিলাদের পর কেক কেটে জন্মদিন পালন করবে, এমন খবর পেয়ে তারা ক্যাম্পাসে ছুটে যান। কেক কাটার পরিস্থিতি সৃস্টি হওয়ায় তারা হামলা করেছেন এবং ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে তাদের তাড়িয়ে দিয়েছেন।ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালি মডেল থানা পুলিশের এসআই মুকুল জানান, ছাত্রলীগের নেতাকর্মীরা শাহাবুদ্দিন নামে একজনকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তবে বিএম কলেজ ক্যাম্পাসে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কেক কাটার কোনো আলামত পাওয়া যায়নি।সাইফ আমীন/এমএএস/আরআইপি
Advertisement