জাতীয়

বাড্ডার তিন খুন : দুইদিনেও মামলা হয়নি

রাজধানীর বাড্ডার আদর্শ নগরের পাশে পানির ট্যাঙ্কি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে তিনজন নিহতের ঘটনয় এখন পর্যন্ত পুলিশ কিংবা নিহতের পরিবার কোনো পক্ষই মামলা দায়ের করেনি। বাড্ডা থানা পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বাড্ডা থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের লাশের সুরতহাল, ময়না তদন্ত ও দাফন সম্পন্ন হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকেই মামলা করা হবে জানানো হয়েছে। সে কারণে পুলিশ স্ব উদ্যোগে মামলা দায়ের করছে না। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বাড্ডার আদর্শ নগরের পাশে পানির ট্যাঙ্কি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ৪ জন গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে ৩ জনকে ইউনাইটেড হাসপাতাল এবং অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। পরে ওই রাতেই ইউনাইটেড হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শামসু মোল্লা ও ফিরোজ আহমেদ মানিক নামে দু’জন মারা যায়। পরে শুক্রবার সকাল সাড়ে ৯টায় গুলশানের ইউনাইটেট হাসপাতালে গুলিবিদ্ধ মাহবুবুর রহমান গামাও মারা যান। স্থানীয় আওয়ামী লীগের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা, পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ও দলীয় কোন্দলের জের ধরে তিন খুনের ঘটনা ঘটেছে। অন্যদিকে স্থানীয়রা বাসিন্দারা বলছেন, গার্মেন্টস ব্যবসায় নিয়ন্ত্রণের বিষয়টি প্রকাশ্যে আসলেও তাদের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। তবে বাড্ডা থানা পুলিশ জানিয়েছে, মামলা না হলেও তদন্ত থেমে নেই। সম্ভাব্য সব কারণকে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল জলিল শনিবার সন্ধ্যায় জাগো নিউজকে বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করার কথা শুনেছি। তারা মামলা করবেন বলে থানা পুলিশের সঙ্গে দফায় দফায় যোগাযোগও করেছেন। তিনি বলেন, আজ (শনিবার) সকাল থেকেই মামলা হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় আসেনি। মামলা না হলেও প্রত্যক্ষদর্শীদের বরাত, দলীয় ও পারিবারিক বক্তব্যকে গুরত্ব দিয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি।জেইউ/এসএইচএস/এমআরআই

Advertisement