রাজনীতি

মহাসমাবেশে বাবলার শোডাউন

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে ব্যাপক শোডাউন দিয়েছেন ঢাকা-৪ আসনের এমপি ও জাপার ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা। তার নির্বাচনী এলাকা শ্যামপুর-কদমতলী থানা জাতীয় পার্টির ও অংগসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী নান্দনিক সাজে সজ্জিত হয়ে বিশাল মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে অংশ নেন।

Advertisement

মিছিলে নেতৃত্ব দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সুজন দে, শেখ মাসুক রহমান, কাওসার আহমেদ ইব্রাহীম মোল্লা ও শামসুজ্জামান কাজল। মহাসমাবেশে বাবলার পাশাপাশি জাতীয় পার্টির অন্যান্য সংসদ সদস্য ও আগামী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী নেতারাও নেতাকর্মীদের নিয়ে শোডাউন দেন।

শনিবার সকালে রাজধানীর সোহরাওয়াদী উদ্যানে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে এমপি বাবলার শোডাউনই ছিল চোখে পড়ার মতো। বিশাল আকৃতির লাঙ্গল ছাড়াও হাজার হাজার নেতাকর্মীদের হাতে হাতে লাঙ্গল, কৃষকের সাজে সজ্জিত হয়ে বাদ্যযন্ত্রের তালে তালে দুই ভাগে বিভক্ত হয়ে নেতাকর্মীরা মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করেন। এ সময় পুরো এলাকায় মুখরিত হয়ে উঠে।

এর আগে সকাল থেকেই শ্যামপুর-দমতলী থানা জাতীয় পার্টির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয়। এ সময় পুলিশ পল্টন মোড় থেকে শাহবাগগামী সড়কে যানচলাচল বন্ধ করে দেন।

Advertisement

বাবলার পাশাপাশি জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি ও তার স্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য রত্না আমিন হাওলাদার এমপি, নারায়নগঞ্জের এমপি লিয়াতক হোসেন খোকা, সেলিম ওসমান, সালমা ইসলাম এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, মীর আব্দুস সবুর আসুদ, আমির হোসেন এমপি, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, আজম খান, তাজ রহমান, মানিকগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী জহিরুল আলম রুবেল, জাতীয় যুব সংহতি, শাহ ইমর্না রিপনের নেতৃত্বে জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর দক্ষিণ, জাতীয় কৃষক পার্টির সভাপতি সাহিদুর রহমান টেপ, শ্রমিক পার্টি, মহিলা পার্টি বিপুল সংখ্যক নেতাকর্মীসহ মিছিল নিয়ে সমাবেশে অংশ নেন।

এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের বিভিন্ন থানা জাতীয় পার্টির হাজার হাজার নেতাকর্মী অংশ নেন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে। ইসলামী ফ্রন্ট ও খেলাফত মসলিজের হাজার হাজার নেতাকর্মীরাও এরশাদের মহাসমাবেশে অংশ গ্রহণ করেন।

রাজধানী ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার জাতীয় পার্টির নেতাকর্মীদের পাশাপাশি বরিশাল, রংপুর, সিলেট, চট্টগ্রাম, রাজশাজী, বগুড়া, ময়মনসিংহ থেকেও বিপুল সংখ্যক জাপার নেতাকর্মীদের সমাবেশে উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এমইউএইচ/আরএস/জেআইএম

Advertisement