পাবনা সদর উপজেলার রাজাপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে টিপু শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোররাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
Advertisement
র্যাব বলছে- নিহত টিপু শেখ কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসহ আটটি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
নিহত টিপু শেখ সদর উপজেলার কবিরপুর গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে।
র্যাব-১২ এর পাবনা ক্যাম্পের অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার রুহুল আমিন (এক্স বিএন) জানান, পাবনা সদর উপজেলার রাজাপুরে ক্যালিকো কটন মিলের পরিত্যক্ত ভবনে মাদক কারবারিরা অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযানে যায় র্যাবের একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। বেশকিছু সময় গুলিবিনিময় চলার পর একপর্যায়ে পালিয়ে যায় মাদক কারবারিরা। এরপর সেখানে টিপু শেখ নামে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন হাসপাতালে গিয়ে টিপু শেখকে শনাক্ত করে।
Advertisement
তিনি বলেন, এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, ৫ রাউন্ড গুলি ও ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। নিহত টিপু শেখ কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসহ আটটি মামলা রয়েছে।
একে জামান/আরএআর/জেআইএম