আন্তর্জাতিক

দুই ‍দিন বন্ধ থাকবে পাক-আফগান দুই সীমান্ত

সংঘাতপূর্ণ আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে শনিবার (২০ অক্টোবর)। তবে স্থানীয় পুলিশ প্রধান আব্দুল রাজিক নিহত হওয়ায় কান্দাহর প্রদেশে নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে।

Advertisement

এদিকে দেশটির পার্লামেন্ট নির্বাচন যাতে নির্বিঘ্নে হতে পারে সেজন্য দুইদিনের জন্য প্রধান দুইটি সীমান্তপথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। আফগান সরকারের অনুরোধে এই ব্যবস্থা নিয়েছে পাকিস্তান।

পাক পররাষ্ট্র দফতর থেকে জানানো হয়েছে চামান এবং তুর্কমান সীমান্তের ‘ফেন্ডশিপ গেট’ নামের দুই ক্রসিং দিয়ে শুক্র ও শনিবার (১৯ ও ২০ অক্টোবর) পারাপার বন্ধ রাখার জন্য আফগান সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছিল। এরই প্রেক্ষিতে পাকিস্তান এমন সিদ্ধান্ত নিয়েছে।

পাক পররাষ্ট্র দফতর আরও জানিয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ও সব ধরনের পণ্য পরিবহন এ পথে বন্ধ থাকবে।

Advertisement

উল্লেখ্য এই দুই সীমান্ত দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ ব্যবসা, চিকিৎসা ও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করার জন্য যাওয়া-আসা করেন। সূত্র হিন্দুস্তান টাইমস।

এমএমজেড/এএইচ