আন্তর্জাতিক

ভারতে ট্রেনে কাটা পড়ে ৫০ জন নিহত

ভারতের অমৃতসরে ট্রেনে কাটা পড়ে কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। অমৃতসরের যোধা ফটকের কাছে শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকাজ চলছে বলে দেশটির পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।

Advertisement

জানা গেছে, রেল লাইনের ধারে রাবণ বধের অনুষ্ঠান চলছিল। ভিড় এতটাই বেশি ছিল যে, রেললাইনের উপর উঠে অনুষ্ঠান দেখতে শুরু করেন অনেকে। রাবণের কুশপুতুলে দাহের সময় বাজির শব্দে কোনো অন্য আওয়াজ শোনা যাচ্ছিল না। ফলে ট্রেন আসার খবর কেউ টেরই পায়নি। ওই সময় ট্রেন চলে আসায় পিষে যান অনেকে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৃতদের মধ্যে শিশুও রয়েছে। সংবাদ সংস্থা আইএএসএস জানিয়েছে, ঘটনার সময় সেখানে ৭০০ মানুষ উপস্থিত ছিল। অমৃতসরের পুলিশ কমিশনার এস এস শ্রীবাস্তব বলেন, কম করে ৫০ জনের মৃত্যু হয়েছে। আমরা উদ্ধারকাজ চালাচ্ছি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

#WATCH The moment when the DMU train 74943 stuck people watching Dussehra celebrations in Choura Bazar near #Amritsar (Source:Mobile footage-Unverified) pic.twitter.com/cmX0Tq2pFE

Advertisement

— ANI (@ANI) October 19, 2018

সূত্র : এনডিটিভি

জেডএ/আরআইপি