খেলাধুলা

তুষার ইমরান কি সুযোগ পাবেন, কী ভাবছেন নির্বাচকরা?

তুখোড় ফর্মে আছেন তুষার ইমরান। দীর্ঘ পরিসরের ক্রিকেটে সেঞ্চুরির পর সেঞ্চুরি করেই যাচ্ছেন। বাংলাদেশের কোন ব্যাটসম্যান যা কখনো পারেননি, তুষার ইমরান তা করে দেখালেন। এক বছরে সাত সাতটি শতরান করেছেন ফার্স্ট ক্লাস ক্রিকেটে। তার সম্পর্কে নির্বাচকদের মনোভাব কি?

Advertisement

প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে এমন ভালো খেলা তুষার ইমরানের কি আর জাতীয় দলে ফেরার সম্ভাবনা আছে? দর্শক, সমর্থক ও ক্রিকেট অনুরাগিদের মনে রাজ্যের কৌতুহল।

আজ সে প্রশ্ন করা হয়েছিল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকেও। তুষার ভক্তদের এবং তার ধারাবাহিকভাবে ভালো খেলা এবং প্রচুর রান করা দেখে মুগ্ধ ও আশাবাদি হওয়াদের জন্য খুব সুখবর নেই। প্রধান নির্বাচকের কথায় তেমন আশাবাদি হবার উপাদান নেই।

অনেক কথা, ব্যাখ্যা ও বিশ্লেষণে নান্নু বোঝাতে চেয়েছেন-আন্তর্জাতিক ক্রিকেট আর বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে বিস্তর ফারাক। তাই তুষারের পারফরম্যান্স তেমন ধর্তব্য নয়। তিনি বলেন, ‘আমাদের এনসিএলে প্রথম রাউন্ড থেকে তৃতীয় রাউন্ড পর্যন্ত কয়টা সেঞ্চুরি হয়েছে ও কয়টা ডাবল সেঞ্চুরি হয়েছে? স্ট্যান্ডার্ড অব ক্রিকেটের দিকে ও স্ট্যান্ডার্ড অব উইকেটের দিকেও আপনাদের দেখতে হবে। ব্যাটসম্যানরা প্রথম ইনিংস কত রান করছে ও দ্বিতীয় ইনিংসে কত রান করছে। অনেক কিছু চিন্তা করেই কিন্তু টিম সাজাতে হয়।’

Advertisement

নান্নু ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, সেঞ্চুরি করাই দলে জায়গা পাওয়ার আসল মানদন্ড নয়। তার ভাষায়, ‘খেলোয়াড়দের সামর্থ্য আন্তর্জাতিক মঞ্চে কতটুকু থাকবে, কতটুকু থাকবে না-এটাও চিন্তা করতে হবে। সব কিছু মিলিয়েই কিন্তু দলের ভারসাম্য তৈরি করতে হয়। সেই হিসেবে চিন্তা করলে, তুষার ইমরান পারফর্ম করছে, তার সাথে সাথে অনেকগুলো ডাবল সেঞ্চুরিও হচ্ছে। আমাদের সবকিছু মাথায় আছে। আগে ওয়ানডে শেষ হোক। প্রথম ওয়ানডে শেষ না হওয়ার আগে টেস্ট স্কোয়াড নিয়ে আমরা চিন্তা করছি না। মাথায় আছে, দেখা যাক, সময় মত জানতে পারবেন।’

এআরবি/এমএমআর/আরআইপি