বিনোদন

দুর্ঘটনায় সচেতনতামূলক প্রতিষ্ঠানের দূত শুভ

প্রতিষ্ঠানটির নাম বেশ কঠিন ও অদ্ভূত-‘ক্রিটিকালিংক’। এর প্রতিষ্ঠাতা জেনিফার ফ্যারল। এ প্রতিষ্ঠানটির কর্মীরা যেখানেই দুর্ঘটনা ঘটবে, সেখানেই ছুটে যাবেন। সম্পূর্ণ অলাভজনক এ প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে শুক্রবার চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ। এর সঙ্গে যুক্ত হতে পেরে বেশ উচ্ছ্বসিত তিনি। এরইমধ্যে তাদের নানা রকম কর্মশালায় অংশও নিয়েছেন তিনি।এ বিষয়ে শুভ জাগো নিউজকে বলেন, ‘যেভাবেই আমি প্রতিষ্ঠিত হই না কেন, প্রথমে আমি একজন মানুষ। তাই সমাজ ও প্রকৃতির কাছে আমার অনেক দায়বদ্ধতা আছে। সেগুলো এড়িয়ে চলা সম্ভব নয়। সেই মানবিক দায়িত্ববোধ থেকেই আমি সংগঠনটির সঙ্গে যুক্ত হয়েছি। চুক্তির ফলে তাদের প্রতিষ্ঠানটির সব ধরনের প্রচারণায় অংশ নেব আমি। আমার খুব ভালো লাগছে চমৎকার এই প্রতিষ্ঠানটি আমাকে তাদের সহকর্মী হিসেবে বেছে নিয়েছে।’জানা গেল, একটি মোবাইল অ্যাপ ও কল সেন্টারের দুর্ঘটনায় পতিত যে কেউ কিংবা আশেপাশের কেউ সাহায্য চাওয়ামাত্র ‘ক্রিটিকালিংক’র কর্মীরা ছুটে যাবেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করবেন। তাদের অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইফোনে জন্য পাওয়া যাচ্ছে। আর কল সেন্টারের নম্বরটি হচ্ছে ০৯৬৭৮৭৮৭৮৭৮।এলএ/আরআইপি

Advertisement