রাজনীতি

খালেদার জন্মদিনে লেবার পার্টির মিলাদ

২০ দলীয় জোটের প্রধান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭০তম জন্মদিন উপলক্ষে জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ লেবার পার্টি দোয়া ও মিলাদ মাহফিল করেছে।শনিবার দুপুরে রাজধানীর পল্টনস্থ একুশে মিলনায়তনে খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এ মাহফিলের আয়োজন করে সংগঠনটি।লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সভায় পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন, এমদাদুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. ফারুক রহমান, প্রচার সম্পাদক আবদুর রহমান খোকন, মহানগর লেবার পার্টির সিনিয়র সহ-সভাপতি শেখ মিজানুর রহমান, মো. নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ, ছাত্রমিশন সাধারণ সম্পাদক মো. জাবের হোসাইন, কবি নিজাম উদ্দিন, লেবার পার্টির ডেমরা থানা সভাপতি ইমরান হোসেন মুন্সি, বংশাল থানা সভাপতি আল আমিন, পল্টন থানা সভাপতি মিরাজ হোসেন তুষার, শাহবাগ থানা সভাপতি জিয়াউল হক, ছাত্রমিশন নগর সভাপতি সৈয়দ মো. মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন লেবার পার্টি ঢাকা মহানগর সহ-সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন।দোয়াপূর্ব সংক্ষিপ্ত বক্তাব্যে লেবার পার্টির চেয়ারম্যান ডা. ইরান বলেন, দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীন সার্বভৌম দেশ আজ পরাধীনতার শৃঙ্খলে। গনতন্ত্রের লেবাসে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি জনগণকে জিম্মি করে ক্ষমতার মসনদ জবর-দখল করে আছে। তাবেদার অপশক্তি আজ জিয়া পরিবার ও জাতীয়তাবাদি শক্তি নির্মুল করতেই খালেদা জিয়াকে শহিদ জিয়া স্মৃতিবিজরিত বাড়ি থেকে উচ্ছেদ করে এখন রাজনীতি থেকেও উচ্ছেদ করার চক্রান্ত করছে। তাই খালেদা জিয়া ও তারেক রহমানের চরিত্রহনন করতে মিথ্যা বানোয়াট ও হয়রানিমূলক মামলা দিয়েছে।তিনি বলেন, বেগম জিয়ার জন্মদিন নিয়ে কুলাঙ্গাররা জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। কেননা খালেদা জিয়া কেবল ব্যক্তিই নন, তিনি আজ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় অখন্ডতা রক্ষার অতন্ত্র প্রহরী।এমএম/একে/এমআরআই

Advertisement