জাতীয়

সকল ধর্মই মানবতার কথা বলে : স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। সকল ধর্মই মানবতার কথা বলে, সম্প্রীতির কথা বলে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল অসম্প্রদায়িক বাংলাদেশ। যেখানে প্রত্যেকে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করবে।

Advertisement

তিনি বৃহস্পতিবার রাতে রাজধানীর বনানী মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত “শারদোৎসব ১৪২৫” অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তৃতায় এ কথা বলেন। ফাউন্ডেশনের সভাপতি সুবলচন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বরেণ্য শিক্ষাবিদ ড. জাফর ইকবালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শিরীন শারমিন বলেন, শারদীয় দুর্গোৎসব আবহমানকাল ধরে বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে আছে। দুর্গাপূজা আমাদের আপন সংস্কৃতিতে হাজার বছরের বাঙালি ঐতিহ্যের সাক্ষ্যবহন করে চলেছে।

তিনি সকলের সৌহার্দ্যপূর্ণ অবস্থান আর সাম্যের ভিত্তিতে দেশ গড়ার প্রত্যয় নিয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

Advertisement

এ সময় স্পিকার মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। শেষে তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এইচএস/বিএ