রাজনীতি

‘বাচ্চু ছিলেন গণমানুষের শিল্পী’

কণ্ঠশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক শোক বিবৃতিতে ফখরুল বলেন, ‘আইয়ুব বাচ্চু গানের জগতে ছিলেন একজন কিংবদন্তি। এ প্রতিভাবান শিল্পীর মঞ্চে উপস্থাপিত গানে তরুণদের মধ্যে সৃষ্টি হতো উন্মাদনা। সঙ্গীতপ্রেমী মানুষের মাঝে তিনি ছিলেন ভিষণ জনপ্রিয়।’

Advertisement

বিএনপি মহাসচিব বলেন, ‘আইয়ুব বাচ্চু ছিলেন গণমানুষের শিল্পী। তার গানের সুরমূর্ছনা সঙ্গীতপ্রেমীদের আবেগাপ্লুত করতো। তার গানের আবেদন তাকে চিরস্মরণীয় করে রাখবে।’

ফখরুল বলেন, ‘তার মৃত্যুতে দেশ একজন বহুমুখী প্রতিভাবান কণ্ঠশিল্পীকে হারাল। আইয়ুব বাচ্চুর অকাল মৃত্যুতে আমি খুবই বেদনাহত। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, গুণগ্রাহী, ভক্ত-অনুরাগী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড এলআরবির দলনেতা ও লিড গিটারিস্ট আইয়ুব বাচ্চু বৃহস্পতিবার সকালে নিজ বাসায় অচেতন হয়ে পড়েন। দ্রুত স্কয়ার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

কেএইচ/এনডিএস/জেআইএম