একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কূটনীতিকদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেছে নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্ট।
Advertisement
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর হোটেল লেকশোরে চলমান রাজনীতিসহ সার্বিক পরিস্থিতি তুলে ধরে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। বিকেল ৩টায় এ ব্রিফিং শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলে।
এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কিছু বলা হয়নি। তবে বৈঠক সূত্রে জানা গেছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বৈঠকে সূচনা বক্তব্য রাখেন।
এরপর ড. কামাল হোসেন লিখিত বক্তব্য উপস্থাপন করেন। লিখিত বক্তব্যে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের উদ্দেশ্যে ঐক্যফ্রন্টের ৭ দফা দাবি ও ১১ দফা তুলে ধরেন তিনি। এ সময় কূটনীতিকদের প্রশ্নের জবাবও দেন ড. কামাল হোসেন।
Advertisement
এতে অন্যদের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, সাবিহ উদ্দিন আহমেদ, জয়নুল আবেদীন, শাজাহান ওমর, আব্দুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান, খন্দকার মাহাবুব হোসেন, এনাম আহমেদ চৌধুরী, ইকবাল হাসান মাহামুদ টুকু, শামা ওবায়েদ, ফাহিমা নাসরিন মুন্নী, রুমিন ফারহানা, তাবিথ আউয়াল, জেবা খান, জেএসডি নেতা আ স ম আব্দুর রব, তানিয়া রব, নাগরিক ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, গণফোরাম নেতা সুব্রত চৌধুর প্রমুখ উপস্থিত ছিলেন।
কূটনীতিকদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, পাকিস্তান, সুইজারল্যান্ড, নরওয়ে, কাতার, চীন, জার্মানি, অস্ট্রেলিয়া, তুরস্ক, ভিয়েতনাম, ফ্রান্স,জাপান, মরোক্কার দূতাবাসের রাষ্ট্রদূত ও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কেএইচ/এএইচ/জেআইএম
Advertisement