আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে নৌকাডুবে ৪০ অভিবাসীর মৃত্যু

দক্ষিণ ভূমধ্যসাগরে নৌকাডুবে অন্তত ৪০ অভিবাসীর প্রাণহানি ঘটেছে। ইতালীয় নৌ বাহিনীর কর্মকর্তারা শনিবার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।টুইটারে পোষ্টে বলা হয়, নৌ বাহিনীর কর্মকর্তারা ভূমধ্যসাগরে নৌকা থেকে  কয়েক শ’ অভিবাসীকে উদ্ধারের চেষ্টা করেছেন। অন্যদেরকে উদ্ধার করেছেন। এছাড়া এ নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৪০ জন মারা গেছেন।নৌকাটি ডুবে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে পরে নৌ বাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নৌকাটি ডুবে যায়নি। এসময় অন্তত ৩ শ` অভিবাসীকে উদ্ধার করা হয়েছে।এদিকে ইতালির সংবাদ সংস্থা আনসা নিউজ অ্যাজেন্সি জানায়, লিবিয়া উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে নৌকাটি ছিল। এতে ৪শ` অভিবাসী ছিল।সবচেয়ে ঝুঁকিপূর্ণ পথ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে প্রবেশের পরিমাণ বেড়ে গেছে। গত মঙ্গলবার এই সাগরে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটে। এছাড়া চলতি সপ্তাহে ২ হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।এসআইএস/এমআরআই

Advertisement