জাতীয়

ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ইসি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশনের (ইসি)।

Advertisement

রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কেএম নূরুল হুদার কার্যালয়ে বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে বৈঠকটি শুরু হয়। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংকের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল এতে অংশ নিয়েছেন।

সিইসির ব্যক্তিগত কর্মকর্তা এ কে এম মাজহারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনজি টেরিংকের নেতৃত্বে বৃটেন, জার্মানি, স্পেন, সুইডেন, ফ্রান্স, ডেনমার্ক, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ও প্রতিনিধি উপস্থিত রয়েছেন।

Advertisement

এতে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত রয়েছেন।

এইচএস/এমবিআর/আরআইপি