ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ায় ফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবিতে গত দুইদিন যাবৎ অনশন করছে আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আখতার হোসেন। এবার তার দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে পুনরায় পরীক্ষা নেয়ার দাবি করেছে ছাত্রলীগ।
Advertisement
মঙ্গলবার রাতে রাজু ভাস্কর্যে অনশনরত আখতারের সাথে দেখা করে একাত্মতা প্রকাশ করেন সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
এ সময় রাব্বানী আখতারের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেয়ার পাশাপাশি তাকে যে কোনো ধরনের সহযোগিতা করারও আশ্বাস দেন।
তিনি বলেন, ছাত্রলীগ সবসময় ন্যায়ের পাশে থাকবে, এতে কেউ যদি বিব্রত হয় তাতে কোনো কিছু আসে যায় না।
Advertisement
উল্লেখ্য, প্রশ্নপত্র ফাঁস হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় নেয়াসহ চার দফা দাবিতে আমরণ অনশন করছেন আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আখতার হোসেন। মঙ্গলবার দুপুরে অনশন শুরু করেন তিনি। তার অনশন বুধবার রাত পর্যন্ত চলছে।
ঠান্ডা বাতাসের মধ্যে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্যের সামনে কম্বল মুড়িয়ে সকালেও শুয়ে থাকতে দেখা যায় তাকে। প্রায় একদিন নাওয়া-খাওয়া ছাড়া অনেকটা দুর্বল হয়ে পড়েছেন এ শিক্ষার্থী। এ সময় তার পেছনে কিছু প্ল্যাকার্ডে দেখা যায়, যাতে লেখা রয়েছে ‘যদি পরীক্ষা শুরুর এক মিনিট আগেও প্রশ্ন পাওয়া যায়, তবুও সেটা প্রশ্নফাঁস‘, ‘প্রশ্নপত্রের নিরাপত্তা চাই, ‘জালিয়াতদের বহিষ্কার চাই’, ‘হোতাদের বিচার চাই’, ‘অনশন’, ‘প্রশ্নফাঁস!!!? না, মেধাবীদের গলায় ফাঁস এ দায় নেবে কে?’
মঙ্গলবার রাতে তিনি জাগো নিউজকে বলেন, ‘আমি ভর্তি পরীক্ষা বাতিলসহ চার দফা দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছি। যতক্ষণ প্রশাসন আমার দাবি মানার কোনো আশ্বাস না দেবে ততক্ষণ পর্যন্ত আমি কর্মসূচি চালিয়ে যাব।’
এমএইচ/এসএইচএস/জেআইএম
Advertisement