জাতীয়

নিরীক্ষা ও হিসাব ক্যাডারের ১৮ কর্মকর্তার টাইমস্কেল মঞ্জুর

বিসিএস (নিরীক্ষা ও হিসাব) ক্যাডারের ১৮ জন কর্মকর্তার টাইমস্কেল মঞ্জুর করেছে সরকার। অর্থ বিভাগের উপসচিব মুন্সী আবদুল আহাদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন অর্থ মন্ত্রণালয় আজ বুধবার (১৭ অক্টোবর) জারি করেছে।

Advertisement

এতে বলা হয় ৫ম গ্রেডে ৮ বছর চাকরি পূর্তিতে শর্তসাপেক্ষে ১৮ জনের ৪ নং স্কেলে (জাতীয় বেতন স্কেল, ২০০৫ এর ৪র্থ গ্রেডে ১৫০০০-১৯৮০০ টাকা) টাইমস্কেল মঞ্জুর করা হলো।

শর্তগুলো হচ্ছে-কর্মকর্তারা ২০০৯ সালের ১ জুলাই হতে আর্থিক সুবিধা পাবে।

এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তারা শুধুমাত্র বেতন নির্ধারণী সুবিধা ছাড়া ২০০৯ সালের ১ জুলাইয়ের পূর্বের কোনো বকেয়া প্রাপ্য হবেন না। কোনো ক্যাডার কর্মকর্তা পদোন্নতি ব্যতিরেকে একই পদে একটির বেশি টাইম স্কেল সুবিধা পাবেন না।

Advertisement

যে ১৮ কর্মকর্তার টাইমস্কেল মঞ্জুর

এমইউএইচ/এসএইচএস/জেআইএম