বিনোদন

প্রথম গানেই হিট নায়িকা ফারিয়া! (ভিডিও)

একজন ব্যস্ত মডেল ও উপস্থাপিকা হিসেবে দারুণ ব্যস্ত ছিলেন জনপ্রিয় মুখ নুসরাত ফারিয়া। এবার বাজিমাত করতে আসছেন চিত্রনায়িকা হিসেবে বড় পর্দাতেও। ফারিয়া চুক্তিবদ্ধ হয়েছেন দেশের সবচেয়ে জনপ্রিয় ও ব্যবসা সফল প্রযোজনা প্রতিষ্ঠান জাজের নায়িকা হয়ে। এরইমধ্যে কলকাতার নায়ক অঙ্কুশ হাজরার বিপরীতে ‘আশিকি’ নামের একটি ছবিতে কাজও শুরু করেছেন তিনি। স্পেনের বেশ কিছু লোকেশনে ছবিটির গান ও গুরত্বপূর্ণ কিছু দৃশ্যের শুটিং হয়েছে। সম্প্রতি এই ছবির একটি গানের ভিডিও প্রকাশ পেয়েছে ইউটিউবে। ‘তোর আশিকি’ শিরোনামের গানটিতে ফারিয়াকে দেখে মুগ্ধ দর্শকেরা। মোহনীয় আর কামিনী রুপে তার প্রথম লুক সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেইসাথে চোখ মাতিয়ে যায় সাদার পাশাপাশি নীলা আর কালো রঙা ফারিয়ার নাচের পোশাকটিও। প্রকাশ হওয়া গানটি গেয়েছেন ভারতীয় শিল্পী জুবিন নতিয়াল। সুর ও সংগীত পরিচালনা করেছেন স্যাভি গুপ্ত। জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজের যৌথ প্রযোজনায় আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে ‘আশিকি’। এতে নায়ক অঙ্কুশের বোনের চরিত্রে অভিনয় করেছেন দর্শকনন্দিনী অভিনেত্রী মৌসুমী।দেখুন গানটির ভিডিওএলএ/আরআইপি

Advertisement