রাজধানীর উত্তরখানের ব্যাপারীপাড়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে।
Advertisement
মঙ্গলবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সর্বশেষ মারা যান আফরোজা আক্তার পূর্ণিমা (৩০)।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত অপর তিনজন হলেন- সুফিয়া বেগম (৫০), আজিজুল ইসলাম (৩০) ও মুসলিমা (১৬)। এদের মধ্যে সুফিয়া বেগম রোববার ভোরে মারা যান। তার দেহের ৯৯ শতাংশ পুড়ে গিয়েছিল।
Advertisement
এর আগে শনিবার ভোরে উত্তরখানের ব্যাপারীপাড়ার ১১০/এ-১ নম্বর হোল্ডিংয়ের তিনতলা বাড়ির নিচতলায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগে। অগ্নিকাণ্ডে একই পরিবারের নারী ও শিশুসহ আটজন দগ্ধ হন।
ঢামেক বার্ন ইউনিট জানায়, এ ঘটনায় সঙ্কটাপন্ন বাকি তিনজন হলেন- ডাবলু (শরীরের ৬৫ শতাংশ পুড়েছে), ঊর্মি (৯৮ শতাংশ) ও সাগর (৬৩ শতাংশ)।
এ ঘটনায় নিহত প্রত্যেককে ২০ হাজার টাকা ও আহত দগ্ধদের ১০ হাজার টাকা করে দিয়েছেন ঢাকা জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান।
এআর/বিএ
Advertisement