লাইফস্টাইল

ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর উপায়

ত্বকের উজ্জ্বলতা কে না চান। আবার উজ্জল রঙ ধরে রাখার জন্যও নিতে হবে বিশেষ যত্ন। সঠিকভাবে যত্ন না নিলে ফর্সা ত্বকও হয়ে পড়ে ম্লান। তাই চলুন জেনে নিই, ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরোয়া উপায়গুলো-১. ঘরোয়া ব্লিচ করা সবচাইতে সহজ কাজ। আর এই জন্য কেবল লাগবে টমেটো। চটজলদি রঙ ফর্সা করতে এই ব্লিচের জুড়ি নেই। টমেটোর ভেতর থেকে পাল্প বের করে ভালো মত চটকে নিন। একটু লেবুর রস মিশিয়ে পুরো মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সাবান লাগাবেন না। দেখবেন গায়ের রঙ কেমন ঝলমলে হয়ে উঠেছে।২. বাড়িতে বসে একসঙ্গে ত্বকে পরিষ্কার করতে, পোড়া ভাব দূর করতে, ক্লান্তি কাটাতে ও উজ্জ্বলতা ফিরিয়ে রাখতে ব্যবহার করুন শশা ও তরমুজের মাস্ক।৩. অর্ধেক কলা, ১টি ডিমের সাদা অংশ ও ১ টেবিল চামচ টকদই নিন। কলা ভালো করে চটকে নিয়ে ডিমের সাদা অংশ ও দইয়ের সঙ্গে ব্লেন্ড করে নিন। পুরো মুখে ভালো করে সমান ভাবে লাগান। ১৫ মিনিট পর ঠান্ডা পানিতে মুখে ধুয়ে পরিষ্কার তোয়ালে দিয়ে আলতো করে মুছে নিন।এইচএন/আরআইপি

Advertisement