বিনোদন

শিশিরের স্পর্শে গাঁথা সুস্মিতা আনিস

প্রকাশ পেয়েছে নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী সুস্মিতা আনিসের নতুন অ্যালবাম ‘শিশিরের স্পর্শে গাঁথা’ (সাউন্ড অব সিজন্স)। সম্প্রতি জি-সিরিজের ব্যানারে অ্যালবামটি প্রকাশ করেছে নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানি।নজরুল সঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগম স্মরণে এবং নজরুল সঙ্গীতকে সর্বস্তরে আরো জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এই অ্যালবামটি প্রকাশ করেন সুস্মিতা। শিল্পী তার অ্যালবামটি প্রিয় ফুপু ফিরোজা বেগমকে উৎসর্গও করেছেন। তিনি জানালেন, এই অ্যালবামে শ্রোতারা নজরুলের নানা স্বাদের জনপ্রিয় দশটি গান শুনতে পাবেন।অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপতি ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর, এম.পি.। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও ইংরেজি দৈনিক বাংলাদেশ টুডে’র সাবেক সম্পাদক মোহাম্মদ আসাফুদ্দৌলা ।অ্যালবামটির সঙ্গীত পরিচালনা করেছেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক ইবরার টিপু। অ্যালবামটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খ্যাতনামা তবলাবাদক সৈয়দ মেহের হোসেন। অনলাইনে অ্যালবামটি পরিবেশনার দায়িত্বে নিয়োজিত রয়েছে নিউ ইয়র্ক ভিত্তিক ডিজিটাল প্রকাশনা প্রতিষ্ঠান এমই লেবেল। মোবাইল কনটেন্ট পরিবেশনার দায়িত্বে রয়েছে গ্যাক মিডিয়া (বিডি) লিমিটেড। অ্যালবামটির ডিজিটাল মার্কেটিং করছে কানাডা ভিত্তিক প্রতিষ্ঠান ভিটাইজো করপোরেশন।অ্যালবামটির মিউজিক ভিডিও তৈরি করেছেন রেডডট মাল্টিমিডিয়া লিমিটেডের গাজী শুভ্র এবং প্রচারণামূলক ফিল্ম প্রডাকশনের দায়িত্ব পালন করেছেন অ্যাপলব ফিল্মসের বায়েজিদ নীল। হেড অফিস কমিউনিকেশন ক্রিয়েটিভ এজেন্সি এবং মাস্টহেড পিআর জনসংযোগ পরিচালনাকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করেছে। এছাড়া অ্যালবাম প্রকাশনার জন্য অ্যাক্টিভেশন এজেন্সি হিসেবে কাজ করেছে গ্রে অ্যাডভার্টাইজিং বাংলাদেশ লিমিটেড।দেশের প্রথিতযশা সঙ্গীত পরিবারে জন্ম সুস্মিতা আনিসের। তিনি পারিবারিকভাবে নজরুল সঙ্গীতের কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের ভাইজি এবং তার একনিষ্ঠ শিষ্যা। মাত্র পাঁচ বছর বয়সেই সুস্মিতা তার ফুপুর কাছ থেকে সঙ্গীতে তালিম নেন। তিনি  নজরুল সঙ্গীতের পাশাপাশি আধুনিক বাংলা গানেও সমান পারদর্শী, বিশেষত যে গানগুলো তার ফুপা কিংবদন্তি সুরকার কমল দাশ গুপ্ত সুর করেছেন। সুস্মিতা আনিস বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শিশুশিল্পী হিসেবে গান করেছেন এবং ১৯৭৬ সালে ‘নতুন কুঁড়ি’তে নজরুল সঙ্গীতে প্রথম পুরস্কার লাভ করেন। তার প্রথম তিনটি অ্যালবাম প্রকাশিত হয় ফিরোজা বেগমের সঙ্গীত পরিচালনায়। সুস্মিতা আনিস গ্রাফিক ডিজাইনের ওপর যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন। পড়ালেখা শেষে তিনি যুক্তরাষ্ট্রেই বসবাস করতে থাকেন। ব্যবসায় ব্যবস্থাপনায় ক্যারিয়ার গড়ে তোলার লক্ষ্যে ২০০৯ সালে তিনি দেশে ফিরে আসেন। তবে তিনি কোনোভাবেই গানের রেওয়াজ বন্ধ রাখেননি এবং ফিরোজা বেগম  গুরুতর অসুস্থ হয়ে পড়ার আগ পর্যন্ত তার কাছ তালিম গ্রহণ করেন। এই সময়টিতে সুস্মিতা আনিস ইটিভি, এনটিভি, চ্যানেল আই এবং কলকাতা ভিত্তিক তারা মিউজিকসহ বিভিন্ন টিভি চ্যানেলে সঙ্গীত পরিবেশন করেছেন। বর্তমানে তিনি নজরুল সঙ্গীতকে অধিকতর জনপ্রিয় করে তুলতে এবং গণমানুষ বিশেষ করে তরুণ সমাজের কাছে তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন। এলএ/এমআরআই

Advertisement