বিনোদন

‘চঞ্চল, তুমি অনেক সৌভাগ্যবান’

‘সিনেমার মুক্তি যতই এগিয়ে আসছে, ততই আমার রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। শেষ কবে ভালো মতো ঘুমাতে পেরেছি জানি না। আমি স্বপ্ন দেখি, ভয় লাগে। এর কারণ হচ্ছে, হুমায়ূন স্যারের বিখ্যাত উপন্যাস ‘দেবী’র মিসির আলী চরিত্রে অভিনয় করা। একদিকে স্যারের চাপ মাথায়। জানিনা মিসির আলী চরিত্রটির উপর আমি কতটা সুবিচার করতে পারলাম। অন্যদিকে দর্শকের চাপ তো আছেই। দর্শকরা ভালো কিছুর আশা করেন সব সময়, তাদের মনে যেই আশা আমরা জাগিয়ে দিয়েছি, সেই আশা পূরণ করার দায়িত্ব আমাদেরই।’ সোমবার ঢাকা ক্লাবে ‘দেবী’ সিনেমাটি নিয়ে এমনটিই বলছিলেন চঞ্চল চৌধুরী।

Advertisement

এমন একটি চরিত্রে অভিনয় করতে গিয়ে যেই মানুষটির কাছে অনুপ্রেরণা পেয়েছিলেন সেই প্রিয় মানুষটির কথা স্বরণ করে চঞ্চল চৌধুরী বলেন, ‘নাসিরুদ্দিন ইউসুফ ভাই একদিন আমাদের শুটিং দেখতে এসেছিলেন। আমাকে বলছিলেন চঞ্চল তুমি অনেক সৌভাগ্যবান। কারণ দেবদাসের পর বাংলা সাহিত্যে হিমু কিংবা মিসির আলির মতো কোনো চরিত্র নেই। চরিত্রটি নিয়ে বেশ ভয় পাচ্ছিলাম। আমাকে সাহস যুগিয়ে ছিলেন নাসিরুদ্দিন ইউসুফ ভাই। আমাকে উনি বললেন, চঞ্চল তুমি পারবে।’

চঞ্চল চৌধুরী আরও বলেন, ‘‘অনেক চ্যালেঞ্জিং ও রিস্কি ছিল এই চরিত্রে অভিনয় করা। আমি অবশ্য রিস্কের মধ্যেই থাকি। একের পর এক ‘মনপুরা’, ‘মনের মানুষ’, ‘টেলিভিশন’, ‘আয়নাবাজি’ সিনেমায় চ্যালেঞ্জ নিয়ে এসেছি। এবার ‘দেবী’ সিনেমায় মিসির আলী। আপনাদের ভালোবাসা পেয়ে আসছি, আশাকরি এই ছবিটিও সবার অনেক ভালো লাগবে। আমার মনে হয় কাজটি ভালই হয়েছে। যারা হুমায়ূন আহমেদের লেখা ভালোবাসেন, আমাদের অভিনয় পছন্দ করেন তাদের ভালোলাগবে। ‘দেবী’ যদি এগিয়ে যায় আমাদের সিনেমা এগিয়ে যাবে। হুমায়ূন আহমেদ স্যারকে অনেক অনেক শ্রদ্ধা জানাই। উনি যেখানেই থাকেন আমাদের ছবির জন্য আশীর্বাদ করবেন।’’

আর মাত্র দুই দিন পরেই সিনেমা হলে আসছে অনম বিশ্বাস পরিচালিত এ বছরের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দেবী’। আগামী ১৯ অক্টোবর সারাদেশে মুক্তি পাবে সিনেমাটি। শোনা যাচ্ছিলো প্রথমে ২৪টি হলে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। সোমবার ঢাকা ক্লাবে এই সিনেমাকে ঘিরে হওয়া এক জমকালো অনুষ্ঠান। কথায় কথায় জয়া জানালেন ১৮টির মতো হলে সিনেমাটি মুক্তি দিতে চান তিনি। প্রথমে দেশের প্রথম সারির হলগুলোতে মুক্তি পাবে ‘দেবী’। সবাই সিনেমা হলে গিয়ে ‘দেবী’ দেখার আমন্ত্রণ জানালেন চঞ্চল চৌধুরী।

Advertisement

এমএবি/এলএ/এমএস