বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে যারা ধারণ করে তাদের এ শোকের দিনে দুর্নীতি বন্ধের প্রতিজ্ঞা করতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।শনিবার রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদফতরের এক আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে সম্মান করতে হলে তার আদর্শকে সম্মান জানাতে হবে। এজন্য পরিবার পরিকল্পনা অধিদফতরের সবস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঠিক নিয়মে দায়িত্ব পালন করতে হবে। তাদের প্রতিজ্ঞা করতে হবে আমরা অনিয়ম, দুর্নীতি করবো না।তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা ১৯৭৫ এর ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। কিন্তু তার আদর্শকে তারা হত্যা করতে পারেনি। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাকে সহযোগিতা করেত পরিকল্পনা অধিদফতরের কর্মকর্তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।মোহাম্মদ নাসিম বলেন, যে মহান মানব দেশকে স্বাধীন করেছিল। সেই মানবকে আমরা হত্যা করেছি। পৃথিবীর কোনো দেশে জাতির জনককে অসম্মান ও অপমান করে না। কিন্তু আমরা এমন জাতি যারা দেশের জনককে অপমান করি। শোকের দিনে কেক কেটে আনন্দ করি।এটি বন্ধ করতে হবে।পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক নূর হোসেন তালুকদারের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম সহ অধিদফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এসআই/এসকেডি/আরআইপি
Advertisement