আন্তর্জাতিক

ধুতি পরেই ম্যারাথনে মন্ত্রিমশাই, অতঃপর...

ধুতি পরেই অংশ নিয়েছিলেন ম্যারাথনে। তা-ও আবার ধুতিকে লুঙ্গির মতো করে পরে। আর তাতেই কাল হলো। সপাটে আছাড় খেলেন কর্নাটকের শিক্ষামন্ত্রী জি তাম্মেগৌডা দেবেগৌডা।

Advertisement

ভারতীয় এক সংবাদমাধ্যমে বলা হয়, দশেরা (বিজয়া দশমী) উপলক্ষে মহীশূরে আয়োজিত এক হাফ ম্যারাথনে অংশ নিয়েছিলেন দেবেগৌড়া। পরনে ছিল সেখানকার ঐতিহ্যবাহী কেতায় পরা ধুতি। খানিকটা দৌড়ানোর পরে তিনি মুখ থুবড়ে পড়ে যান। সেই ভিভিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপ হলে মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

৩৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, দৌড় শুরু হওয়ার পর দৌড়ে অনেকটা এগিয়ে ছিলেন মন্ত্রিমশাই। দৌড়ানোর মাঝেই ধুতিটা একটু ওপরে উঠে যায়। এরপর ধুতি সামলেই দৌড়াচ্ছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত রক্ষা হয়নি। একপর্যায়ে আচড়ে পড়েন যান। এ সময় কয়েকজন ক্যামেরাম্যান তাকে রাস্তা থেকে টেনে তোলেন।

জানা গেছে, দেবেগৌড়ার মুখে ও পায়ে সমান্য চোট পেয়েছেন।

Advertisement

প্রসঙ্গত, প্রতি বছর দশেরা উপলক্ষে মহীশূরে এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। মহীশূর দশেরা স্পোর্টস কমিটির সঙ্গে এই ম্যারাথনের আয়োজর কর্নাটক সরকারও। এই দৌড় নিয়ে সাধারণ মানুষের উৎসাহ প্রবল।

এসআর/পিআর