জিম্বাবুয়ে দল ঢাকায় চলে এসেছে। এদিকে মিরপুর শেরে বাংলায় চলছে বাংলাদেশ দলের কঠোর অনুশীলন। আগের দিনের মতো আজও (মঙ্গলবার) অনুশীলন শুরুর কথা ছিল সকাল সাড়ে ৯টায়। তবে সোমবার রাতে হঠাৎই বদলে গেছে প্র্যাকটিসের সময়সূচি।
Advertisement
সকাল সাড়ে ৯টার বদলে আজ প্র্যাকটিস শুরু হয়েছে দুপুর ১টায়। যদিও সাড়ে ১২টার পর থেকেই হালকা ওয়ার্ম আপ ও স্ট্রেচিং করেছেন মুশফিক-মাহমুদউল্লাহ-মোস্তাফিজ-লিটনরা। ১টা বাজার ঠিক আগমুহূর্তে তাদের সঙ্গে যোগ দেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
আজও ব্যাটসম্যানদের এক-দুই রান বের করার অনুশীলন চলছে। মিড অফ, মিড অন, পয়েন্ট আর স্কয়ার লেগ-এই চার জায়গায় নেট দিয়ে ব্যাটসম্যানদের স্পিন খেলানো হচ্ছে। গ্রাউন্ড শট প্র্যাকটিস করানো হচ্ছে, চার-ছক্কা নয়।
এই প্র্যাকটিসটা মূলতঃ হচ্ছে বাংলাদেশ দলের টপ অর্ডারের ব্যাটসম্যানদের। ফজলে রাব্বি, নাজমুল হোসেন শান্ত, লিটন দাসসহ টপ অর্ডারের ব্যাটসম্যানদেরই অনুশীলন হচ্ছে কিভাবে বড় শট না খেলেও রানের চাকা সচল রাখা যায়।
Advertisement
এআরবি/এমএমআর/পিআর