বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক সুতোয় গাঁথা। বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন বাংলাদেশ ও লাল সবুজের একটি পতাকা এনে দিয়েছেন। তিনিই প্রথম বাঙালিকে মাথা উচু করে চলা শিখিয়েছেন। বাঙালির এই অবিসংবাদিত নেতাকে শুধু দেহগতভাবে হত্যা করেছে খুনি চক্র। কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে হত্যা করতে পারেনি। দেশ আজ তাঁর আদর্শ ও দেখানো পথে এগিয়ে যাচ্ছে। শনিবার সকাল ১১টায় শহরের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে বঙ্গুবন্ধুর ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভায় একথা বলেন তিনি। এর আগে সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অর্থমন্ত্রী।এরপর জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক, এসএমপি কমিশনারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। জেলা এবং মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়াও প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।ছামির মাহমুদ/এআরএ/এমআরআই
Advertisement