রাজনীতি

২০ দলীয় জোটের দুই শরিকের সংবাদ সম্মেলন বিকেলে

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠকের ২৪ ঘণ্টা পার না হতেই একত্রে সংবাদ সম্মেলন ডেকেছে দুই শরিক দল।

Advertisement

মঙ্গলবার সকালে বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া জাগো নিউজকে বলেন, ‘আজ বিকেলে জাতীয় ঐক্য ফ্রন্ট, ২০ দলীয় জোটসহ চলমান রাজনৈতিক বিষয়ে বাংলাদেশ ন্যাপ ও ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে একত্রে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিকেল তিনটায় গুলশানের ‘ইম্যানুয়েলস’ হলরুমে এই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি এবং ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তজা বক্তব্য রাখবেন।’

প্রসঙ্গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জোট সমন্বয়কারী বিএনপি নেতা নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সম্প্রতি রাজনৈতিক জোট হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় ঐক্যফ্রন্টকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের ৭ দফা ও ১১ দফা লক্ষ্যের সঙ্গে একমত হয়েছে।’

Advertisement

এদিকে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, সোমবার রাতের বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়ার বাদানুবাদ হয়েছে।

সূত্রমতে, গোলাম মোস্তফা ভূঁইয়া বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট প্রসঙ্গে ওয়ান ইলেভেন সরকার এবং তার উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল হোসেন প্রসঙ্গে বক্তব্য শেষ করার আগেই মির্জা ফখরুল বলেন, ‘এসব উঠিয়ে এখন দোষ ত্রুটি খুঁজতে যাবেন না। গণআন্দোলনে ব্যক্তি, দল, জোট যে যেখান থেকে সমর্থন করবে সবাইকে আনতে হবে।’

কেএইচ/এমএমজেড/এমএস

Advertisement