আত্মপ্রকাশের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা। মঙ্গলবার বেলা ১২টায় রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসায় এ বৈঠক শুরু হয়।
Advertisement
নবগঠিত এ রাজনৈতিক জোটের শীর্ষ নেতা ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জোটের অন্যান্য নেতাদের কাছ থেকে জানা গেছে, জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষিত সাত দফা দাবি আদায়ে আগামী দিনের কর্মসূচি নির্ধারণ আজকের বৈঠকের মূল এজেন্ডা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমীন, জেএসডির সহ-সভাপতি তানিয়া রব বৈঠকে উপস্থিত রয়েছেন।
এইউএ/এনডিএস/পিআর
Advertisement