খেলাধুলা

ইংল্যান্ডের অনুশীলন সেশনে গোখরা সাপ

নিরাপত্তা নিয়ে শঙ্কা, খুঁতখুঁত! নিরাপত্তারক্ষী দিয়ে হয়তো জঙ্গী হামলা ঠেকানো সম্ভব, কিন্তু সাপের হামলা? নিরাপত্তা নিয়ে খুঁতখুঁতে ইংল্যান্ডের অনুশীলন সেশনে এবার ঢুকে পড়ল আস্ত এক গোখরা সাপ। পাল্লেকেলেতে তৃতীয় ওয়ানডের অনুশীলন চলছিল সফরকারিদের। এ সময় ঘটে অপ্রীতিকর এই ঘটনা।

Advertisement

বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে ঘটতে পারতো অবশ্যই। ইংল্যান্ড দল যেখানে অনুশীলন করছিল, তার বেশ কাছেই পাওয়া যায় ওই গোখরা সাপটিকে। লম্বায় যেটা ছিল প্রায় তিন ফুট। স্টেডিয়ামের প্যালিভিয়ন এলাকায় দেখা যায় ওই সাপটি, যেখানে ট্রেনিংয়ের নেট রাখা হয়।

গ্রাউন্সম্যানদের কারও সাপ ধরার প্রশিক্ষণ নেই। তারপরও তারা সাপটিকে মাঠের বাইরে বের করতে পেরেছেন। ফুলবাগানের কাছ থেকে দুটি পাইপ দিয়ে সাপটি ধরে একটি ব্যাগে ভরে বাইরে নিয়ে যান তারা। পুরো ব্যাপারটা ইংল্যান্ড ক্রিকেট ফেসবুক ও টুইটারে প্রকাশ করেছে ভিডিওর মাধ্যমে।

দলের কোনো ক্ষতি হয়নি। তবে ভীষণ ভয় পেয়েছেন ইংল্যান্ডের খেলোয়াড়-কর্তারা। কোচ ট্রেভর বেলিস তো বলেই দিলেন, 'যেখানে ছোট সাপ থাকে, তার আশেপাশে থাকে বড়গুলোও।'

Advertisement

খেলা নিয়ে চিন্তা করবেন কি! সাপের ভয়ে নিশ্চয়ই রাতেও ঠিকমতো ঘুম হচ্ছে না সফরকারিদের।

A surprise visitor to training this morning...  pic.twitter.com/ETdHFMuQ2x

— England Cricket (@englandcricket) October 15, 2018

এমএমআর/পিআর

Advertisement