দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৭০তম বর্ষপূর্তি পালন করেছে জাপান। দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে ও সম্রাট আকিহিতো বর্ষপূর্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে দক্ষিণ কোরিয়া এবং চীন দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জাপানের ভূমিকার ব্যাপক সমালোচনা করেছে। খবর বিবিসির।শনিবার টোকিওতে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নিহতদের স্মরণ অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করেন শিনজো আবে ও আকিহিতো। এ সময় আবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকার জন্য গভীর দুঃখ প্রকাশ করেন।তিনি বলেন, অতীতের ভুলের জন্য পরবর্তী প্রজন্ম ক্ষমা প্রার্থনা করবে এমন হওয়া উচিত নয়। এদিকে শনিবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট পার্ক জিউন হিউ দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রতিবেশি দেশের ওপর অত্যাচারের জন্য জাপানের প্রধানমন্ত্রীকে শিনজো আবেকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জার্মানি নেতৃত্বাধীন অক্ষশক্তি জোটের অন্তর্ভূক্ত ছিল জাপান। ১৯৪৫ সালের ৬ ও ৯ আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে ১৫ আগস্ট। এসআইএস/এমএস
Advertisement