প্রবাস

প্রবাসীদের ঘামেই বাংলাদেশ উন্নয়নের কাতারে

‘প্রবাসীদের ঘামেই আজ বাংলাদেশ উন্নয়নের কাতারে এসেছে। অথচ এ আমরাই বিমানবন্দরে হাজারো সমস্যার সম্মুখীন হয়। আমাদের দেখার কেউ কি নেই?’

Advertisement

মালয়েশিয়ায় শ্রমিক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে বক্তারা এসব কথা বলেন।

১৪ অক্টোবর রোববার রাতে দেশটির ওয়ান সাউথ জে- মবি, তামান সারডাং পারডানায় একটি হল রুমে শ্রমিক লীগের উদ্যোগে এ দিবসের আলোচনা সভা আয়োজিত হয়।

সভাপতিত্ব করেন মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল ইসলাম বাবুল। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন। সভার শুরুতে কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীত এবং সকল শহীদদের স্বরণে এক মিনিট নীরবতার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

Advertisement

প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক লীগের উপদেষ্টা ও মালয়েশিয়া আওয়ামী লীগের সভাপতি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য মকবুল হোসেন মকুল। আরও বক্তব্য রাখেন- মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন সর্দার, সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, সাখাওয়াত হোসেন জোসেফ, মো. সাইফুল ইসলাম সিরাজ, শ্রমিক লীগের সহ-সভাপতি মো. শাহ আলম হাওলাদার।

সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন। মালয়েশিয়া যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. জহিরুল ইসলাম জহির, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জালাল উদ্দিন সেলিম, সাধারণ সম্পাদক মো. তারিকুজ্জামান মিতুল, মালয়েশিয়া ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কবিরুজ্জামান জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান প্রমুখ।

১৯৬৯ সালের ১২অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠিত করেন। জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশ আওয়ামী লীগের একটি শক্তিশালী সংগঠন। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্তিশালী ভূমিকা রাখতে পারে শ্রমিক লীগ। দেশ ও জাতির সামগ্রীক উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

বক্তারা বলেন, আমাদের মূল লক্ষ্য জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা। বক্তারা আরও বলেন, দেশের উন্নয়নের প্রধান হাতিয়ার হচ্ছে মেহনতী শ্রমিকরা। শ্রমিকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা প্রতিষ্ঠায় শ্রমিকদের অবদান অনস্বীকার্য। দেশের উন্নয়নের স্বার্থে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে উন্নয়নের মডেল করতে হলে শেখ হাসিনার বিকল্প নেই।

Advertisement

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা মনির দেওয়ান, সরিফ আহাম্মেদ বিন নুর, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মওদুদ মোল্লা, মো. জুয়েল বেপারী, মো. ফরিদ উদ্দিনসহ আওয়ামী লীগ ও অংঙ্গসংগঠনের নেতা ও কর্মীরা।

এমআরএম/এমএস