প্রবাস

আমার দেশে কথিত বাংলাদেশিদের ঠাঁই নাই

ভারতের জম্মুতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি অভিবাসীদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করেছে ‘জম্মু ও কাশ্মির ন্যাশনাল প্যান্থার্স পার্টি’ (জেকেএনপিপি)। দলটির নেতারা বলছে, আমার দেশে কথিত বাংলাদেশিদের কোন ঠাঁয় হবে না। সাবেক মন্ত্রী হর্ষদেব সিং বিক্ষোভে নেতৃত্বে দেন।

Advertisement

জেকেএনপিপি সমর্থকরা এ সময় ‘ছাড়ো আমাদের জম্মু প্রদেশ, রোহিঙ্গারা যাও বাংলাদেশ’ বলে স্লোগান দেয়। জেকেএনপিপি চেয়ারম্যান হর্ষদেব সিং বলেন, ‘জম্মু শহর ও আশপাশের এলাকায় মিয়ানমার ও বাংলাদেশের বাসিন্দারা বাস করছেন। তাদের চিহ্নিত করাও হয়েছে। অবিলম্বে জম্মু-কাশ্মির থেকে তাদের দেশে ফেরানোর দাবি জানাচ্ছি।’

বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় বিজেপি সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে হর্ষদেব সিং বলেন, ‘শুধুমাত্র বিবৃতি দিলেই হবে না সরকারকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। সরকার যেন জাতীয়তাবাদী ডোগরাদের ধৈর্যের পরীক্ষা না নেয়। রোহিঙ্গা ও বাংলাদেশিদের ফেরত পাঠাতে হবে। অন্যথায় ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হবে।

জম্মু-কাশ্মিরের সাবেক পিডিপি-বিজেপি জোট সরকার অবৈধ অভিবাসীদের সুযোগ সুবিধা দিয়েছে অভিযোগ করে হর্ষদেব সিং বলেন, ‘পিডিপি-বিজেপির সরকারের সময়ে ওইসব বিদেশির জন্য বেআইনিভাবে বসতি তৈরি করে দেয়া হয়েছে। এছাড়া স্থায়ী নাগরিক হিসেবে বসবাসের প্রশংসাপত্র, রেশন কার্ড, আধার কার্ড, বিদ্যুৎ সংযোগ, বিনামূল্যে খাওয়ার পানি পরিসেবা দেয়া হয়েছে।’

Advertisement

এমআরএম/পিআর