আন্তর্জাতিক

চীনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮৫

চীনের উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। বুধবারের ওই বিস্ফোরণে কমপক্ষে ৭ শতাধিক মানুষ আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।বিস্ফোরণের ৩২ ঘণ্টা পর শুক্রবার উদ্ধারকর্মীরা ধ্বংসস্তুপের মধ্য থেকে একজনকে জীবিত উদ্ধার করেছেন। এছাড়া উদ্ধারকৃত ৭ শ` ২১জনের মধ্যে ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্মকর্তারা জানিয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ২১ দমকল কর্মী রয়েছেন। তিয়ানজিনের দমকল বিভাগের প্রধান ঝোউ তিয়ান বলেন, এক হাজারেরও বেশি দমকলকর্মী বিস্ফোরণস্থলের আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া এখনো অনেক দমকলকর্মী নিখোঁজ রয়েছেন বলে তিনি জানান।বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবন থেকে এখনো ধোঁয়া উড়ছে। উদ্ধারকর্মীরা বিস্ফোরণস্থলে মজুদ থাকা ৭শ’ টন সোডিয়াম সায়ানাইড সরানোর চেষ্টা করছে। এদিকে ওই কারখানায় থাকা রাসায়নিক পদার্থের কারণে আবার মারাত্মক বিস্ফোরণ হতে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা।দেশটির সামরিক বাহিনীর রাসায়নিক বিশেষজ্ঞরা বিস্ফোরণস্থলের বিষাক্ত গ্যাসের মাত্রা পরীক্ষা করে দেখছেন। এছাড়া বিস্ফোরণের কারণ এখনো অনুসন্ধান করা হচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।রুইহাই লজিস্টিকস নামের ওই কোম্পানিটির বিরুদ্ধে নিরাপত্তা অাইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া ওই কোম্পানির ব্যাবস্থাপককে আটক করা হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।এসআইএস/এমএস

Advertisement