সিরাজগঞ্জের চৌহালীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার দায়ে ১১ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
Advertisement
রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তবে সাজাপ্রাপ্ত জেলেদের নাম-পরিচয় জানা যায়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান বলেন, মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে প্রতিদিনের মতো রোববার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত যমুনা নদীর উমারপুর ও বাঘুটিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই ১১ জেলেকে ১৬টি কারেন্ট জাল (১৫ হাজার মিটার) ও ১০ কেজি ইলিশ মাছসহ আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। জব্দকেৃত মাছ স্থানীয় গরিব-দুঃখীদের মাঝে বিতরণ ও কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/জেআইএম
Advertisement