খেলাধুলা

রাসেলের সুখস্মৃতি কেবল সেই ট্রেবল জয়

ঘরোয়া ফুটবলের ২০১২-১৩ মৌসুমটি সোনায় মোড়ানো ছিল শেখ রাসেল ক্রীড়া চক্রের জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপের ট্রফি ঘরে তুলেছিল ব্লুজরা। ট্রেবল জয়ের পর শেখ রাসেল আর নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি।

Advertisement

গত মৌসুমে তারা প্রিমিয়ার লিগ শেষ করেছে ষষ্ঠ স্থানে থেকে। এবার তাদের চোখ আবার শিরোপায়। রোববার খেলোয়াড়দের রেজিস্ট্রেশন করতে এসে দলটির কোচ সাইফুল বারী টিটু বলেছেন, ‘এ দলটি ট্রেবল জিতেছে। ওই নামেই পরিচিতি পেয়েছিল। আমরা ট্রেবলজয়ী রাসেলকেই দেখতে চাই আবার।’

চার বিদেশিসহ ৩০ ফুটবলার রেজিস্ট্রেশন করিয়েছে প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা। স্থানীয় ২৬ ফুটবলারের মধ্যে আছেন সর্বশেষ জাতীয় দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান ও মিডফিল্ডার বিপলু আহমেদ। চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক আশরাফুল রানার পাশাপাশি শেখ রাসেল দলে ভিড়িয়েছেন মোহামেডানের গোলরক্ষক মামুন খানকে। নিঃসন্দেহে গোলপোস্ট বেশি সুরক্ষিত রাসেলেরই। গত মৌসুমের ১১জন ধরে রেখে তারা এবার বেশি খেলোয়াড় টেনেছে চট্টগ্রাম আবাহনী থেকে, ৫ জন।

কেবল পোস্টই নয়, রক্ষণভাগও বেশ শক্তিশালী শেখ রাসেলের। জাতীয় দলের দুই ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খানের সঙ্গে জাতীয় দলের সাবেক ডিফেন্ডার আরিফুল ইসলাম, পুরোনো খেলোয়াড় খালেকুজ্জামান, উত্তম কুমার বনিককে এবার দেখা যাবে নীল জর্সিতে।

Advertisement

বিদেশি খেলোয়াড় চারজনের মধ্যে রাসেল এশিয়ান কোটায় নিয়েছে অলিশার নামের উজবেকিস্তানের এক ফরোয়ার্ডকে। নতুন এনেছে অ্যালেক্স সিলভা নামের এক ব্রাজিলিয়ানকে। গত মৌসুমে শেখ জামালে খেলা নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ও চট্টগ্রাম আবাহনীতে খেলা নাইজেরিয়ান সেন্ট্রাল ব্যাক অ্যালিসনকে দলে নিয়েছে শেখ রাসেল।

আরআই/আইএইচএস/