বঙ্গবন্ধু কোন বিশেষ সম্প্রদায়ের নন তিনি সমগ্র জাতির।তাঁর শোকাবহ মহাপ্রয়াণে দেশের সকল সম্প্রদায়ের মানুষ বেদনাবিধুর। শোকাবহ মহাপ্রয়াণের এই দিনে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও প্রার্থনা করেছে বাংলাদেশের প্রধান চারটি (মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান) সম্প্রদায় । শনিবার জাতীয় প্রেস ক্লাবের সাংবাদিক সমাজ আয়োজিত এ সর্বধর্ম প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধুর স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর প্রথমে পবিত্র বাইবেল থেকে পাঠ করেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেনজামিন কস্তা, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন কমলাপুর বৌদ্ধ বিহারের শ্রীমৎ কালিত ভিক্ষু, পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রকৌশলী মানস মিত্র, সর্বশেষ পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা জিয়াউল হাসান। এরপর সমগ্র দেশ ও জাতির শান্তি কামনা করে প্রার্থনা করেন হাফেজ মাওলানা জিয়াউল হাসান।সবশেষে সাংবাদিক সমাজের পক্ষ থেকে উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সাংবাদিক আতাউর রহমান।আএসএস/ এএইচ/এমএস
Advertisement