জাতীয়

ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবি

চাকরি স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা কল্যাণ পরিষদ।

Advertisement

রোববার (১৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর ২০০৮ সালের নির্বাচনের ইশতেহারের ১৪নং অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে প্রত্যেক ঘরে ঘরে চাকরি দিবেন। ফলশ্রুতিতে ২০১০ সাল থেকে আজ পর্যন্ত ন্যাশনাল সার্ভিস প্রকল্পের মাধ্যমে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে সারাদেশে দুই লাখের বেশি বেকারের অস্থায়ী ভিত্তিতে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বর্তমানে ছয় হাজার টাকা মূল বেতনের মধ্যে দুই হাজার টাকা সঞ্চয় হিসেবে কর্তনের ফলে একজন ন্যাশনাল সার্ভিস কর্মী মাসিক চার হাজার টাকা বেতন পাচ্ছেন। যা বর্তমান সময়ে অত্যন্ত নগণ্য।

তারা আরও বলেন, নামমাত্র বেতন ও চাকরি অস্থায়ী হওয়ায় প্রায় দুই লাখের বেশি ন্যাশনাল সার্ভিস কর্মীরা চরম অনিশ্চয়তায় দিন যাপন করছেন। অসহায় ন্যাশনাল সার্ভিস কর্মী ও তাদের পরিবারের আর্থিক নিরাপত্তার স্বার্থে চাকরি স্থায়ী ও বেতন বৃদ্ধিকরণে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি।

Advertisement

এ সময় আয়োজক সংগঠনের পক্ষ থেকে বেশ কিছু তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে-ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি, মাসিক হারে নিয়মিত বেতন প্রদান নিশ্চিতকরণ, যেসব জেলা-উপজেলায় এখনও ন্যাশনাল সার্ভিসের আওতাভুক্ত হয়নি সেগুলো অবিলম্বে আওতাভুক্তকরণ।

আয়োজক সংগঠনের সভাপতি মোহম্মাদ মোস্তফার সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ, কোষাধ্যক্ষ হ্লক্রা মারমা প্রমুখ।

এএস/এএইচ/জেআইএম

Advertisement