জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে ১০টায় তিনি বঙ্গবন্ধু সমাধিতে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদরে স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এর আগে শোক দিবসে রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নিতে সকাল ১০টায় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় পৌঁছান। সেখানে তিনি ফাতেহা পাঠ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করেন। পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। জাতির পিতার প্রতি প্রদর্শন করা হয় রাষ্ট্রীয় সালাম। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। সমাধীর পাশে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন্ প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অশ্রুসজল হয়ে পড়েন। এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুল হাবিব খান কামাল, নৌমন্ত্রী শাজাহান খান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, বন ও পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী  ইঞ্জি. মোশারফ হোসেন, পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ভবনে যান এবং সেখানে অবস্থান করেন। এরপর মাজার কমপ্লেক্স মসজিদে জেলা প্রশাসনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীরা মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। এস এম হুমায়ূন কবীর/এআরএ/এমএস

Advertisement