আন্তর্জাতিক

ঘরে ঘরে মদ সরবরাহ করবে রাজ্য সরকার

ভারতের মহারাষ্ট্র প্রদেশে এবার ঘরে ঘরে মদ সরবরাহ করার নীতি প্রণয়ণ করতে যাচ্ছে রাজ্য সরকার। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে প্রতিদিন গড়ে প্রায় ৮ জনের বেশি মানুষ নিহত হওয়ার প্রেক্ষিতে এ ব্যবস্থা চালু করছে তারা। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

মহারাষ্ট্র প্রদেশের শুল্ক-বিষয়ক মন্ত্রী চন্দ্রশেখর বাওয়াকুলে বলেছেন, এটা মদ উৎপাদন শিল্পের জন্য একটা নাটকীয় পরিবর্তন নিয়ে আসবে। মহারাষ্ট্র রাজ্য সরকার প্রথমবারের মত ভারতে এ ধরণের একটি নীতি প্রণয়ণ করতে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে সম্প্রতি দুর্ঘটনার সংখ্যা বেড়ে গেছে। এই মৃত্যুহার কমাতেই আমরা ঘরে ঘরে মদ সরবরাহ করার এ নীতি প্রণয়ণ করতে যাচ্ছি।’ জাতীয় এবং আন্তর্জাতিক ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মদ সরবরাহের এ ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

দেশটির জাতীয় অপরাধ রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) হিসাব মতে, ২০১৫ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে ২ হাজার ৯'শ ৮৮ জন মানুষ নিহত হয়। এছাড়া আহত হয় ৬ হাজার ২'শ ৯৫ জন। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে প্রতিদিন গড়ে ৮ জনের বেশি মানুষ নিহত হয় বলে ওই প্রতিবেদনে জানানো হয়।

Advertisement

এসএ/পিআর