অর্থনীতি

১২ শতাংশ লভ্যাংশ দেবে এনভয় টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১২ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও দুই শতাংশ বোনাস শেয়ার রয়েছে।

Advertisement

এর ফলে কোম্পানিটির শেয়ারহোল্ডাররা ১০০টি শেয়ারের বিপরীতে ১০০ টাকা নগদ ও ২টি সাধারণ শেয়ার লভ্যাংশ হিসেবে পাবেন।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ দেয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

Advertisement

সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) করেছে ২ টাকা ১ পয়সা। আর চলতি বছরের ৩০ জুন শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৮ টাকা ১ পয়সা।

এদিকে লভ্যাংশ ঘোষণার কারণে আজ (রোববার) কোম্পানিটির শেয়ারের দামে কোনো সর্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ারের দাম যতখুশি বাড়তে অথবা কমতে পারবে।

এমএএস/এমএমজেড/পিআর

Advertisement