জাতীয়

উত্তরখানে আগুনে দগ্ধ সুফিয়াও চলে গেলেন

রাজধানীর উত্তরখানের ব্যাপারীপাড়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ সুফিয়া বেগম (৫০) মারা গেছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।

Advertisement

এনিয়ে উত্তরখানে অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৩ জনের মৃত্যু হলো। নিহত অপর দুইজন হচ্ছেন, আজিজুল ইসলাম (৩০) ও মুসলিমা (১৬)।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার ভোরে সুফিয়া বেগম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগুনে তার দেহের ৯৯ শতাংশ পুড়ে গিয়েছিল।

Advertisement

এর আগে শনিবার ভোরে রাজধানীর উত্তরখানের ব্যাপারীপাড়ার ১১০/এ-১ নম্বর হোল্ডিংয়ের তিনতলা বাড়ির নিচ তলায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লাগে। অগ্নিকাণ্ডে একই পরিবারের নারী ও শিশুসহ আট জন দগ্ধ হন। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট তাদের উদ্ধার করে ঢামেকে পাঠায়।

ঢামেক বার্ন ইউনিট জানায়, এ ঘটনায় সঙ্কাটাপন্ন বাকি ৪ জন হচ্ছেন ডাবলু (শরীরের ৬৫ শতাংশ পুড়েছে), ঊর্মি (৯৮ শতাংশ), পূর্ণিমা (৮০ শতাংশ) ও সাগর (৬৩ শতাংশ)।

এছাড়া দগ্ধ আনজুম (৬ শতাংশ) ও আব্দুল্লাহর (১২ শতাংশ) শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।

এআর/এমএমজেড/পিআর

Advertisement