জাতীয়

জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

বিশ্ব জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

Advertisement

শনিবার (১৩ অক্টোবর) দ্য ইসলামিক এডুকেশন, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (আইসেসকো) সদর দফতরে দুই দিনব্যাপী ১৩তম সেসনের উদ্বোধনী দিনে বাংলাদেশ প্রতিনিধি দলের দলনেতা হিসেবে বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য, দূরদর্শী ও মানবিক সিদ্ধান্তে ১১ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়ার বিষয় উল্লেখ করে বলেন- বিশ্ব নেতৃত্ব একে উচ্চশিত প্রশংসা করেছেন।

তিনি রোহিঙ্গাদের যথাশিগগির নিজ দেশে প্রত্যাবর্তনে মিয়ানমারের ওপর অধিকতর চাপ অব্যাহত রাখতে সম্মিলিত সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

Advertisement

উল্লেখ্য, দুই দিনব্যাপী এ সম্মেলনে আইসেসকোভুক্ত ৫৪টি দেশের মন্ত্রী ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মরক্কোতে বাংলাদেশ রাষ্ট্রদূত মিস লায়লা সুলতানা এবং বাংলাদেশ ইউনেস্কো কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল মনজুর হোসেন সম্মেলনে যোগ দেন।

এমএইচএম/এএইচ/আরআইপি