জাতীয়

উপকূলের জন্য দুটি জাহাজ নির্মাণ করছে বিআইডব্লিউটিসি

সমুদ্র উপকূলে চলাচলের জন্য দুটি জাহাজ নির্মাণ করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। জাহাজ দুটি নির্মিত হলে বন্ধ থাকা বরিশাল-হাতিয়া-সন্দ্বীপ-চট্টগ্রাম রুট আবারো চালু হতে পারে। জাহাজ দুটি নিমার্ণের জন্য ইতোমধ্যে নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছে। জাহাজ দুটি বহরে এলে বিআইডব্লিউটিসির সমুদ্রে চলাচল উপযোগী জাহাজের সংখ্যা দাঁড়াবে তিনটি। বিআইডব্লিউটিসি সূত্র জানায়, দুটি জাহাজে যাত্রী ধারণ ক্ষমতা থাকবে যথাক্রমে ৭০০ ও ৫০০ জন। ৭০০ যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজের দৈর্ঘ্য ৬০, প্রস্থ ১২ ও গভীরতা হবে সাড়ে ৩ মিটার। ৫০০ যাত্রী ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজের দৈর্ঘ্য ৫০, প্রস্থ ১০ ও গভীরতা ৩ মিটার। জাহাজ দুটির গতি হবে যথাক্রমে ঘণ্টায় ১১ ও ১০ নটিকেল মাইল। কার্যাদেশ পাওয়া ঠিকাদারী প্রতিষ্ঠানকে ২০ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে হবে। সে হিসাবে ২০১৭ সালের শেষভাগে নতুন দুটি জাহাজ বিআইডব্লিউটিসি`র বহরে যুক্ত হবে। এসকেডি/এমএস

Advertisement