সাফ চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ডকাপের পর এবার নজর ঘরোয়া ফুটবলে। অক্টোবরেই ফেডারেশন কাপ দিয়ে মাঠে গড়ানোর কথা ফুটবল। চলছে ফুটবলের নতুন মৌসুমের দলবদল। শেষ হবে ১৫ অক্টোবর। গত ২৫ জুলাই দলবদলের আনুষ্ঠানিকতা শুরু হলেও শেষ দিকে হুরোহুরি করে খেলোয়াড় রেজিষ্ট্রেশন করছে ক্লাবগুলো।
Advertisement
সপ্তাহ দুয়েক আগে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ রানার্সআপ হয়ে প্রিমিয়ারে ওঠা নোফেল স্পোর্টিং ক্লাব তাদের খেলোয়াড় রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে। শনিবার করলো আরেক নবাগত বসুন্ধরা কিংস। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ারে ওঠা দলটি জমিয়ে দিয়েছে দলবদলের আসর।
কুড়িটি বাস, ৫টি পিকআপ, ৫০ টি মটর সাইকেল, ২টি ঘোড়ার গাড়ী করে পাঁচ শতাধিক সমর্থক ফুটবলারদের নিয়ে উপস্থিত হয়েছিল মতিঝিলস্থ বাফুফে ভবনে। ব্যানার, ফেস্টুন, পতাকা হাতে আর গায়ে লাল রঙের টি-শার্ট পড়া সমর্থকরা বসুন্ধরা কিংস, বসুন্ধরা কিংস স্লোগানে মুখরিত করে রাখে বাফুফে ভবনের সামনের মাঠ। উপরে খেলোয়াড়দের নিয়ে বাফুফে কর্মকর্তাদের হাতে তালিকা জমা দেন বসুন্ধরা কিংসের কর্মকর্তারা।
তিন বিদেশিসহ ৩২ জন ফুটবলার রেজিষ্ট্রেন করিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত ক্লাবটি। দলবদল প্রক্রিয়া শেষে ক্লাবটির স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন বলেছেন, ‘আমরা সব ট্রফি জিততে চাই। চাই এএফসি কাপে কোয়ালিফাই করতে চাই। আমরা উন্নতমানের বিদেশি এনেছি। আমাদের লক্ষ্য ঘরোয়া ফুটবলে যতগুলো টুর্নামেন্ট হবে সবগুলো জয় করা।’
Advertisement
নবাগত ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই দল গড়েছে। স্থানীয় এক ঝাঁক তারকা খেলোয়াড় দলে ভেড়ানোর পাশপাশি তারা চমক দেখিয়েছে বিদেশি খেলোয়াড় সংগ্রহেও। রাশিয়া বিশ্বকাপে খেলা কোস্টারিকার ফুটবল ড্যানিয়েল কলিন্দ্রেস, স্পেনের ফুটবলার জর্জ গটর ব্লাস ও ব্রাজিলের মার্কোস দ্য সিভাকে রেজিষ্ট্রেশন করিয়েছে প্রিমিয়ারের নতুন ক্লাবটি। এশিয়ান কোটায় আরেকজন বিদেশি রেজিষ্ট্রেশন করাবে দলটি।
শেষ হওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলা জাতীয় দলের ৮ ফুটবলার আছেন বসুন্ধরা কিংসে। তারা হলেন-গোলরক্ষক আনিসুর রহমান জিকু, ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা, মিডফিল্ডার মাসুক মিয়া জনি, ইমন মাহমুদ বাবু, মো. ইব্রহিম, ফরোয়ার্ড মতিন মিয়া, মাহবুবুর রহমান সুফিল ও তৌহিদুল আলম সবুজ।
নতুন মৌসুমে বসুন্ধরা কিংস
নাম পুরাতন ক্লাব পজিশন
Advertisement
মিতুল হাসান শেখ জামাল গোলরক্ষক
আনিসুর রহমান জিকু সাইফ এসসি গোলরক্ষক
নূর মোহাম্মদ বসুন্ধরা কিংস গোলরক্ষক
রকিবুল হাসান তুষার বসুন্ধরা কিংস গোলরক্ষক
সাদ্দাস হোসেন অ্যানি রহমতগঞ্জ রক্ষণ ভাগ
শোয়েব মিয়া বিজেএমসি রক্ষণ ভাগ
রিদওয়াদ বিন রাকিন চট্ট.আবাহনী রক্ষণ ভাগ
রেজাউল করিম রেজা মোহামেডান রক্ষণ ভাগ
নুরুল নাইম ফয়সাল চট্ট.আবাহনী রক্ষণ ভাগ
সুশান্ত ত্রিপুরা চট্ট.আবাহনী রক্ষণ ভাগ
জর্জ গটর ব্লাস স্পেন রক্ষণ ভাগ
নাসির উদ্দিন চৌধুরী আবাহনী রক্ষণ ভাগ
দিদারুল হক শেখ জামাল রক্ষণ ভাগ
সালাউদ্দিন ব্রাদার্স রক্ষণ ভাগ
কৃষ্ণ মালি অজ্ঞাতনামা মধ্য মাঠ
নাঈম উদ্দিন বসুন্ধরা কিংস মধ্য মাঠ
মাসুক মিয়া জনি চট্ট.আবাহনী মধ্য মাঠ
ইমন মাহমুদ বাবু আবাহনী মধ্য মাঠ
ড্যানিয়েল কলিন্দ্রেস কোস্টারিকা মধ্য মাঠ
সোহানুর রহমান চট্ট.আবাহনী মধ্য মাঠ
আলমগীর কবির রানা শেখ রাসেল মধ্য মাঠ
মো. ইব্রাহিম সাইফ এসসি মধ্য মাঠ
হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস সাইফ এসসি মধ্য মাঠ
মার্কোস দ্য সিলভা ব্রাজিল মধ্য মাঠ
মো. শামিম বসুন্ধরা কিংস মধ্য মাঠ
সানোয়ার হোসেন বসুন্ধরা কিংস মধ্য মাঠ
সালাউদ্দিন সাইখ ব্রাদার্স মধ্য মাঠ
রকিবুল ইসলাম বসুন্ধরা কিংস মধ্য মাঠ
মতিন মিয়া সাইফ এসসি ফরোয়ার্ড
তৌহিদুল আলম সবুজ চট্ট.আবাহনী ফরোয়ার্ড
মাহবুবুর রহমান সুফিল আরামবাগ ফরোয়ার্ড
বিশাল দাস ব্রাদার্স ফরোয়ার্ড
আরআই/এসএএস/জেআইএম